রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪১

১০

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৮ এপ্রিল) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, আসামিদের কাছ থেকে ৩ হাজার ৫৬০ পিস ইয়াবা, ২৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ২ গ্রাম ১০ পুরিয়া হেরোইন ও ২৫৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১ টি মামলা দায়ের করা হয়েছে।

You might also like