রাজধানীতে মাদকসহ ৪৪ জন গ্রেফতার

১৩৫

রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৭৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৮ গ্রাম ১১০ পুরিয়া হেরোইন, ২৪ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, ৫ বোতল ফেন্সিডিল ও ১৫টি ইনজেকশন উদ্ধার করা হয়।

১১ সেপ্টেম্বর, ২০১৮ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১ টি মামলা করা হয়েছে।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like