রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার ৪৪

রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিক্রি ও সেবনের অপরাধে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (০৫ এপ্রিল) সকাল ছয়টা থেকে বুধবার (০৬ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, আটকদের কাছ থেকে তিন হাজার ৯৮০ পিস ইয়াবা, ৭০ পুরিয়া হেরোইন, ১০ কেজি ২০ গ্রাম গাঁজা ও আটটি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

You might also like