রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার ৩৫

১৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ছয়টা থেকে শুক্রবার (২২ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, আটকের সময় আসামিদের কাছ থেকে ১ হাজার ৪৫৬ পিস ইয়াবা, ২৬ কেজি ৭৬৫ গ্রাম ১০ পুরিয়া গাঁজা, ১৫০ গ্রাম ৪৮ পুরিয়া হেরোইন ও ৫০ পিস নেশা জাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮ টি মামলা দায়ের করা হয়েছে।

You might also like