রাজধানীতে ৩৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার
রাজধানীর রমনা অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ আল-আমিন ও মোঃ নূর জামাল।
১৮ আগস্ট, ২০২১ বিকাল ৫টায় রমনা মডেল থানার ইস্কাটন গার্ডেন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে রমনা গোয়েন্দা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম।
রমনা গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাবেদ ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইস্কাটন গার্ডেন এলাকায় অভিযান তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময়ে তাদের কাছ থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
তিনি বলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকা হতে এসব মাদক সংগ্রহ করে প্রাইভেটকারযোগে ঢাকায় নিয়ে আসে। এরপর তারা ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রয় করার পরিকল্পনা করেছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে।