রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

১০০

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫৫। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রমনা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যত নিশ্চিত করেছেন।

তিনি জানান, মালিবাগ ও ওয়ারলেস রেলগেটের মধ্যবর্তী স্থানে এক ব্যক্তি ট্রেন ধাক্কায় আহত হন। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like