1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
ক্ষমতায় গেলে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ করব: তারেক রহমান - বিজয় টিভি
ঢাকা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

ক্ষমতায় গেলে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ করব: তারেক রহমান

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
ক্ষমতায় গেলে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ করব: তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে বিএনপি পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে গুলশান-বনানী সোসাইটিসহ ১২টি সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ঢাকার চারপাশে নদীগুলো দূষণের কারণে নষ্ট হচ্ছে। ১৫ থেকে ২০ বছর পর ঢাকায় সুপেয় পানির সংকট দেখা দিতে পারে। ধীরে ধীরে এ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। ঢাকার ভরাট খালগুলো উদ্ধার করা হবে। সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। রাজধানীর মশা নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে।

ঢাকার সবুজায়ন কমেছে উল্লেখ করে তিনি বলেন, ১৭ বছর আগে বাধ্য হয়ে দেশের বাইরে চলে যেতে হয়েছে। ফিরে আসার পর মনে হয়েছে সবুজ কমে গেছে আগের তুলনায়। মনে হয়েছে ঢাকার সবকিছু শুকনো হয়ে গেছে। নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারলে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপন করতে চাই আমরা।

প্রত্যেক উপজেলায় সরকারি-বেসরকারি নার্সারি সক্ষমতা বাড়িয়ে সে লক্ষ্যে কাজ এগিয়ে যাচ্ছে জানিয়ে তারেক রহমান বলেন, দেশব্যাপী পরিবেশকে সহায়তা করবে এমনভাবে বনায়নের পরিকল্পনা চলছে।

তিনি বলেন, অনেকদিন পরে দেশে এসেছি। বাইরে থাকতে যা শুনেছি এসে দেখছি ভিন্ন কিছু। রাজনীতিতে বিরোধীদলের সমালোচনা স্বাভাবিক চর্চা, এবার সে চর্চা বদলাতে হবে। সংকট সমাধানে কথা বলতে হবে, কাজ করতে হবে।

ট্রাফিক সমস্যা নিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, পাবলিক বাহন উন্নত করতে পারলে ট্রাফিক সমস্যা সমাধান অনেকটাই সম্ভব। মেট্রোরেল অনেক খরুচে, তার জায়গায় মনোরেল ব্যবস্থা চালু করা যায়। বনানী, মোহাম্মদপুর ইত্যাদি বিভিন্ন এলাকা থেকে মনোরেলকে মেট্রোরেলের সঙ্গে যুক্ত করতে পারলে ট্রাফিক সমস্যার সমাধান সম্ভব।

ক্রীড়াকে পেশার জায়গায় নিয়ে আসা হবে জানিয়ে তিনি বলেন, ক্রীড়াকে পেশার জায়গায় নিয়ে আসতে চাই আমরা। অন্যান্য বিভিন্ন পেশার জন্য যেভাবে প্রস্তুত করা হয়, তেমনিভাবে পেশাদার ফুটবলার হবে। সেজন্য শিক্ষাব্যবস্থাকে পরিবর্তন করতে চাই আমরা। বাংলার পাশাপাশি ইংরেজি ভাষা শেখার ওপরে বিশেষ নজর দেয়া হবে। পাশাপাশি তৃতীয় আরও একটি ভাষা শিক্ষার ওপরে নজর দেয়া হবে।

তিনি বলেন, বাধ্যতামূলক যেকোনো একটি খেলার সঙ্গে যুক্ত থাকতে হবে প্রতিটি শিক্ষার্থীকে, এমন পরিকল্পনা আছে বিএনপির। একই পরিকল্পনা থাকবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও। যা প্রতিটি শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক হবে।

তারেক রহমান বলেন, কড়াইলে আপনারা যারা বসবাস করেন; আপনাদের সন্তান আছে, আমারও আছে। আমাদের ভবিষ্যৎ হচ্ছে, আমাদের আজকের সন্তানরা। আমরা চাই দালানে যে থাকেন, তার সন্তান যেমন শিক্ষার সুবিধা পাবে; ঠিক একইভাবে কড়াইল বস্তিতেও যে মানুষগুলো থাকে, তাদের যারা সন্তান আছে, তারাও ঠিক ওই দালানের মানুষদের সন্তান যেভাবে শিক্ষাব্যবস্থা পাবে, যেভাবে খেলাধুলা শিখবে; যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে, আমরা চাই কড়াইল বস্তিবাসী যারা আছেন, তাদের সন্তানরাও একইভাবে বিদেশি ভাষা যেন শিখতে পারে। তাদের সন্তানরাও যেন চিকিৎসা পেতে পারে, তাদের সন্তানরাও যেন একইভাবে লেখাপড়ার সুযোগ পায়। আল্লাহ যদি রহম করেন, আমরা সেই ব্যবস্থা আপনাদের জন্য গ্রহণ করতে চাই।’

এ সময় নারীদের অর্থনৈতিকভাবে স্বচ্ছল করতে ফ্যামিলি কার্ড ও কৃষকদের সুবিধার্থে কৃষক কার্ড দেয়ারও প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান।

দীর্ঘদিন ধরে কড়াইলে থাকা মানুষের জন্য আধুনিক আবাসনের ব্যবস্থা ও উন্নত ফ্ল্যাট হস্তান্তর করারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
বিএনপির নির্বাচনি থিম সং’র উদ্বোধন আজ

বিএনপির নির্বাচনি থিম সং’র উদ্বোধন আজ

বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

রাজশাহীতে ট্রাক উল্টে ৩ জনের মৃত্যু

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.