রাজপথে আন্দোলন করে নয়, বেগম জিয়াকে মুক্ত করতে বিএনপিকে আইনি পথেই হাঁটতে হবে

১১১

রাজপথে আন্দোলন করে নয়, বেগম জিয়াকে মুক্ত করতে বিএনপিকে আইনি পথেই হাঁটতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। সকালে মিরপুরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে এখনো কোনো আবেদন সরকারের কাছে আসেনি। তিনি বলেন, আবেদন করা হলে তা মানবিকভাবে বিবেচনায় নেবে সরকার।

এদিকে, অপর এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, খালেদা জিয়ার নিজে প্যারোলের আবেদন করলেই তা বিবেচনার সুযোগ সৃষ্টি হবে। খালেদার মুক্তি নিয়ে বিএনপি নেতারা মিথ্যাচার করছে বলেও জানান তিনি।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like