রাজবাড়ীতে উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষণা
পঞ্চম উপজেলা নির্বাচনের ৩য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রাজবাড়ীর ৪টি উপজেলায় চেয়ারম্যান পদে দুইটিতে স্বতন্ত্র ও ২টিতে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন।
রাজবাড়ী সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী সাবেক তিনবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস (আনারস প্রতীকে) ২৬ হাজার ৮৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস.এম. নওয়াব আলী (দোয়াত কলম প্রতীকে) পেয়েছেন ১৯হাজার ৮৪০ ভোট। আর অপর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি (নৌকা প্রতীকে) পেয়েছেন ১৮ হাজার ০৩ ভোট।
বালিয়াকান্দি উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ (নৌকা প্রতীকে) ৪৩ হাজার ২৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন (মোটরসাইকেল) পেয়েছেন ৪০ হাজার ৫৮০ ভোট।
নিউজ ডেস্ক / বিজয় টিভি