রাজবাড়ীতে করোনা নিয়ে বিতর্কের জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
রাজবাড়ীতে করোনাভাইরাস নিয়ে বিতর্কে দু’পক্ষের সংঘর্ষে লাবলু মোল্লা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১২ জন।
সকালে সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
রাজবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার জানান, এলাকায় খলিলুর রহমান নামে এক বৃদ্ধ মারা যায়। এ সময় লাভলু মোল্লা দাবী করেছিলেন করোনার কারনেই তার মৃত্যু হয়েছে।
এ নিয়ে বৃদ্ধের এক আত্মীয়ের সঙ্গে লাভলু মোল্লার কথা কাটাকাটি হয়। এরই জেরে সকালে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে লাবলু মোল্লাসহ ১২ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় লাবলুর মৃত্যু হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি