রাজবাড়ী জেলায় ভ্যানচালক হত্যাকান্ডে জরিতদের বিচারের দাবিতে মানববন্ধন
রাজবাড়ী জেলার মহেন্দ্রপুর এলাকার ভ্যানচালক রহিম শেখ হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
সোমবার সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। এ সময় বক্তব্য রাখেন, নিহত ভ্যানচালক রহিম শেখের বাবা কেসমত শেখ, মা সামিরন নেছাসহ পরিবারের সদস্যরা। বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ২০ দিন পেরিয়ে গেলেও রহিমের স্ত্রী সুফিয়া ছাড়া আর কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবিলম্বে এ হত্যাকাণ্ডের সাথে জরিতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা। পরে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়এবং জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি