রাজশাহীর পদ্মানদীতে নৌকাডুবি; আরও একজনের মরদেহ উদ্ধার
রাজশাহীর পদ্মানদীতে নৌকাডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নিখোঁজদের খুঁজতে সকাল থেকে আবারও অভিযান শুরু করে উদ্ধারকারী চারটি ইউনিট।
এর আগে শুক্রবার সন্ধ্যায় ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নিখোঁজদের উদ্ধারে অভিযান চলে। পরে মধ্যরাতে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়।
এদিকে, নৌকাডুবির ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য এরই মধ্যে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি