রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘চতুর্থ শিল্পবিপ্লব ও ডিজিটাল নিরাপত্তা’ শীর্ষক সেমিনার
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘চতুর্থ শিল্পবিপ্লব ও ডিজিটাল নিরাপত্তা’ শীর্ষক সেমিনার হয়েছে।
সোমবার বিকেলে রুয়েট অডিটোরিয়ামে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি সেমিনারের আয়োজন করে। এসময় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক ড. প্রকৌশলী মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, বর্তমান পৃথিবীতে মেশিন বা ইলেকট্রিক যন্ত্রকে মানুষ নিয়ন্ত্রণ করছে। এতে একদিকে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে নিরাপত্তার ঝুঁকিও রয়েছে। কিন্তু ৪র্থ শিল্পবিপ্লবে মেশিনকে মেশিনে নিয়ন্ত্রণ করবে। এতে নিরাপত্তা ঝুঁকি কমবে।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য সুফী ফারুক, রুয়েট উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নুর, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক খন্দকার মুনজুর মোর্শেদ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি