রাজের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে: পরীমণি

২৩

দেশীয় রঙ্গিন জগতের আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি। একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই তারকা জুটি । মৃত্যুর আগ পর্যন্ত একসঙ্গে থাকার শপথও নিয়েছিলেন তারা। কিন্তু তাদের সেই ভালোবাসা বর্তমানে বিষাদে রূপ নিয়েছে। হাঁটছেন বিচ্ছেদের পথে।

৩ জুন গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে পরী জানিয়েছেন, ২০ মে পরীমণির বাসা থেকে নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছেন স্বামী শরিফুল রাজ। এরপর তার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেননি রাজ।

অভিনেত্রী বলেছেন, গত ২০ মে ‘রাজ বাইরে ছিল। চলচ্চিত্র নির্মাতা সেলিম ভাই রাজকে সঙ্গে নিয়ে বাসায় আসে এবং তিনি আমাকে বলেন, রাজ তো তোমার সঙ্গে থাকতে চায় না। বিচ্ছেদের ব্যাপারে চিন্তা করতে পারো। তখন আমি বলেছি, রাজ আমার সঙ্গে থাকতে চায় না, তাহলে ও–ই আমাকে ডিভোর্স দিক। আমি কেন দিতে যাব।‘’

তাছাড়া পরী আরও বলেছেন, ওই দিন রাজ বিভিন্নজনের সঙ্গে মিলিয়ে আমার চরিত্র নিয়েও অনেক কথা তুলেছিল। তখন তার সঙ্গে আমার এ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে এবং একটা সময় রাজ তার সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বের হয়ে চলে যায়।

তাহলে কি বিচ্ছেদের দিকে যাচ্ছে আপনাদের সংসার? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেছেন, ‘ও তো আমাকে ছেড়েই চলে গেছে, বিচ্ছেদ তো হয়েই গেছে। আমি আর কল্পনাতেও ভাবতে চাই না শরীফুল রাজ আমার জামাই।