রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাফফাত নায়েম নাফিকে ছুরিকাঘাত করে পায়ের রগ কেটে দেয়ার ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন, মতিহার থানার খোজাপুর এলাকার মৃত ওয়াহাব আলীর ছেলে সালাউদ্দীন বাপ্পী (২৭) এবং একই এলাকার আজিম উদ্দিনের ছেলে নবাব শরীফ (২৭)। এর আগে গত ১০ মার্চ এঘটনায় পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তার করেছিলে।

শুক্রবার দিবাগত রাতে নতুন করে দুইজনকে গ্রেপ্তার করে র‌্যাব। শনিবার রাজশাহী র‌্যাব-৫ এর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গ্রেপ্তারকৃত সালাউদ্দীন বাপ্পি রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ভুগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের মাস্টার্সের ছাত্র। নবাব শরীফ একটি কাপড়ের দোকানের কর্মচারী হিসেবে কর্মরত। দু’জনেই ‘উগ্রবাদী’ রাজনৈতিক দলে সক্রিয় রয়েছে। দুজনের নামেই ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তারা নাফির ওপর হামলার দায় স্বীকারও করেছেন। তাদেরকে মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন ধরমপুর এলাকার ‘এন.আর’ ছাত্রাবাসে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয় সাফফাত নায়েম নাফিকে। এ ঘটনায় তার সহপাঠী শরিফুল পরদিন মতিহার থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলার দিনই মতিহার থানা পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

You might also like