রামপুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
রাজধানীর বনশ্রীতে একটি ট্রাকের ধাক্কায় আবু নাসের নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি একটি হোটেলের ম্যানেজার পদে কর্মরত ছিলেন। নিহত আবু নাসের নোয়াখালীর সোনাইমুড়ীর মানিকনগর ঈদগা মাঠ এলাকার মো. আবু তাহেরের ছেলে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আবু নাসেরকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) তাপস ঘোষাল জানান, সকালে তেলবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই চালক (আবু নাসের) মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে, চালক ও সহকারীকে আটক করা হয়েছে, তবে এখনও কোনো মামলা হয়নি।