রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, এদের মধ্যে করোনায় মারা গেছেন দুজন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

তিনি আরও জানান, করোনায় মারা যাওয়া দুজনই রাজশাহী জেলার বাসিন্দা। এদিন করোনার উপসর্গ নিয়ে রাজশাহী, নাটোর ও নওগাঁর একজন করে মারা গেছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৪ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৬ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২৩ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ১৮ জন।

You might also like