রায়পুরায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

নরসিংদীর রায়পুরার ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে খোরশেদ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আরো একজন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত খোরশেদ ভৈরব উপজেলার মধ্যেরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি সিএনজি চালিত অটোরিকশার চালক ছিলেন। আহতের নাম ঠিকানা এখনো জানা যায়নি।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক নুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে। তবে পিকআপ চালককে আটক করা যায়নি।