রাস্তার পাশ থেকে গলাকাটা লাশ উদ্ধার

১১৩

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পুর্ব বাংলাবাজার রাস্তার পাশ থেকে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোঃ তৌহিদ মিয়া।

সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া গ্রামের অহিদ মিয়ার ছেলে। আজ শুক্রবার সকাল ৯টায় স্থানীয় জনতা রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।এ ব্যাপারে বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন আহমদ রানা বলেন, সে কলাউড়া বাজারের দীর্ঘদিন যাবৎ বিকাশের ব্যবসা করে আসছিলেন। তারা ৩ ভাই। লাশের গলাকাটা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশীল রঞ্জন দাস বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like