রিফাতের স্ত্রী মিন্নীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

১২৯

বরগুনায় স্বামী রিফাত হত্যার ঘটনায় স্ত্রী মিন্নীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে আদালতে তোলা হলে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে মঙ্গলবার দিনভর জিজ্ঞাসাবাদের পর মিন্নিকে গ্রেফতার করে বরগুনা জেলা পুলিশ। রাত সাড়ে নয়টার দিকে সংবাদ সম্মেলন করে এ কথা জানান বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন। বলেন, রিফাত হত্যাকাণ্ডের পর থেকেই মিন্নীকে পুলিশি নজরদারির মধ্যে রাখা হয়েছিল। পর্যবেক্ষণে পুলিশ মিন্নীর জড়িত থাকার সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার  করা হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like