রিফাত হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি মিন্নির

১৭৮

বরগুনায় রিফাত হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি।

পাঁচদিনের রিমান্ডের দু’দিন শেষে মিন্নিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মিন্নি। জবানবন্দি শেষে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ১৬ জুলাই মঙ্গলবার সকালে বরগুনার মাইঠা এলাকার বাবার বাসা থেকে মিন্নিকে জিঞ্জাসাবাদেরর জন্য বরগুনার পুলিশ লাইনে নিয়ে আসা হয়। জিঞ্জাসাবাদে হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার প্রাথমিক প্রমান পাওয়ায় ওইদিন রাত নয়টার দিকে তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like