রূপগঞ্জে পরিবেশ ছাড়পত্র না থাকায় ৭টি ইটভাটা বন্ধ করা হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে পরিবেশ ছাড়পত্র না থাকায় ৭টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে। সকাল থেকে দিনব্যাপী উপজেলার ভোলাবো ইউনিয়নের আতলাপুর বাজার ও চারিতালুক এলাকায় অবস্থিত এসব অবৈধ ইটভাটা বন্ধ করা হয়।
ইটভাটাগুলো হলো, মেসার্স আর এম বি ব্রিক ফিল্ড, মেসার্স একতা ব্রিক ফিল্ড, মেসার্স রূপগঞ্জ ন্যাশনাল ব্রিকস, মেসার্স মানিক চেয়ারম্যান ব্রিক্স, মেসার্স ভুঁইয়া ব্রিক মার্ট, মেসার্স চারিতালুক ব্রিক ফিল্ড ও মেসার্স বড় বাড়ি ব্রিক কোম্পানী।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার আসাদুজ্জামান মিয়া, জেলা পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নয়ন মিয়া, ইন্সপেক্টর মঈনুল হক, তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম, কাঞ্চন, ফায়ার সার্ভিসের ইউনিট ইনচার্জ মান্নান মিয়া সহ ফায়ার সার্ভিস ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এসময় ৪ টি অবৈধ ইছারমাথার চাকা ও ইঞ্জিন বিকল করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, যেসকল ইটভাটাগুলোর পরিবেশের কোন ছাড়পত্র ও ইট পুড়ানোর কোন লাইসেন্স নেই সেসকল ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি