রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক নিহত
পাবনা ঈশ্বরদীতে রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের চুল্লি ভবনের ওপর থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত মো. তুষার আহমেদ (৩২) ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের রফিকুল ইসলাম ছেলে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে চুল্লিভবন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. তুষার আহমেদ প্রকল্পে রুশ সাব-ঠিকাদার প্রতিষ্ঠান রোসেম কোম্পানির একজন শ্রমিক ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন রূপপুর বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস।
ঈশ্বরদী থানা সূত্রে জানা যায়, আজ (২৩ ফেব্রুয়ারি) ভোরে প্রায় ৮তলা উচ্চতার সমান ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। আহত অবস্থায় তাকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ক্ষতিপূরণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।