রেজাউল করিমকে বিজয়ী করতে সর্বশক্তি দিয়ে কাজ করব : নাছির
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী করতে সর্বশক্তি দিয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
আজ (বৃহস্পতিবার) সকালে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে নিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের কবরে পুষ্পস্তবক অর্পণের পর এ ঘোষণা দেন তিনি।
এ সময় তিনি দল মনোনীত এ প্রার্থীর জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন সকল ওয়ার্ড, থানা, ইউনিটসহ সকল অঙ্গ সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরীসহ আরো অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি