রেজাউল করিম চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন
চট্টগ্রাম নগরের কেসি দে রোডে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
গতকাল (বুধবার) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দীন, নগর মহিলা লীগ সভাপতি হাসিনা মহিউদ্দিনসহ অন্যরা।
এ সময় বক্তারা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীদের জয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং আগামী সিটি নির্বাচনে রেজাউল করিমের বিজয় কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি