রেলওয়ে কর্তৃক দখলকৃত জায়গা, লিজ প্রদানের প্রতিবাদে মানববন্ধন

১২৬

রেলওয়ে কর্তৃক দখলকৃত জায়গা, বাণিজ্যিকভাবে লিজ প্রদানের প্রতিবাদে মানববন্ধন করেছে নাগরিক উদ্যোগ সংগঠন।

আজ (রোববার) সকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা, রেলওয়ে কর্তৃপক্ষ লিজের জায়গায় সাধারণ মানুষের জন্য হাসাপাতাল নির্মাণের দাবি জানান।

আর তা না করে যদি জায়গাটি বাণিজ্যিকভাবে লিজ প্রদান করা হয় তবে রেলওয়ে অফিস ঘেরাওসহ বৃহৎ কর্মসূচি পালন করার ঘোষণা দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন,  নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল হক সুমনসহ অন্যরা।

 নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like