রেলপথের আধুনিকায়ন ও লোকবলের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী
পুরনো রেলসেতু সংস্কার, রেলপথের আধুনিকায়ন ও লোকবলের প্রশিক্ষণের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল-ঢাকা রুটে নতুন ট্রেন এবং ঢাকা-চাপাইনবাবগঞ্জ রুটে বনলতা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনকালে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দ্রতগতির ট্রেন চলাচলের জন্য উপযোগী করে পুরনো রেলসেতু সংস্কার ও রেলপথগুলোর আধুনিকায়ন করতে হবে। পাশাপাশি আধুনিক রেল ইঞ্জিন চালনায় দক্ষ জনবল তৈরির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পরপর কয়েকটি ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির কথা উল্লেখ এসব বলেন প্রধানমন্ত্রী।
নিউজ ডেস্ক / বিজয় টিভি