রেল ব্যবহারে গনসচেতনতা বৃদ্ধিতে ৩দিন ব্যাপী কর্মসূচি শুরু

১৯৩

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম রেল স্টেশনে রেল পথে পাথর নিক্ষেপ বন্ধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনব্যাপী কর্মসূচি শুরু করেছে ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব।

বাংলাদেশ রেলওয়ে ও জেলা প্রশাসনের সহায়তায় আজ থেকে ৯ জুন পর্যন্ত চট্টগ্রাম স্কিল ডেভেলপমেন্ট ভিত্তিক সংগঠন ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব কর্তৃক চট্টগ্রামের বিভিন্ন স্টেশন ও ফেনী পর্যন্ত সকল স্টেমন গুলোতে এ কার্যকম চলবে। আজ সকালে চট্টগ্রাম রেল স্টেশনে এ কর্মসূচি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রেলওয়ে ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা।

এসময় আয়োজকরা জানান, এ কর্মসূচির ফলে রেলে চলমান ক্ষতি হ্রাস করবে। রেলে চলাচলকারীদের যাত্রা নিরাপদ হবে।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like