রোনালদোর ছোঁয়ায় জুভেন্টাসের রোমাঞ্চকর জয়

৩৯০

সিরি আতে লাৎসিওর বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জিতেছে জুভেন্টাস। জুভেন্টাসের হয়ে একটি করে গোল করেছেন রোনালদো ও ক্যানসেলো।

আক্রমণ-পাল্টা আক্রমণে ঠাসা ম্যাচটিতে জুভেন্টাস ছিল কোণঠাসা হয়ে। জুভেন্টাসের গোলরক্ষক ভয়েচক সেজনি গোলপোস্ট আগলে না রাখলে খেলার ফলাফল অন্য কিছুই হত নিশ্চিত। তবে জুভেন্টাস ভক্তদের জন্য সুখবর সেজনি নিজের দায়িত্বটা ঠিকঠাক পালন করেছেন। আর শেষ ৮৮তম মিনিটে রোনালদোর পেনাল্টি শটে ২-১ গোলের আগুনঝরা ম্যাচে জয় পেয়েছে জুভেন্টাস।

সিরি আতে ২১ ম্যাচে এ জয়ে অপরাজিত জুভেন্টাস ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like