রোববার দেশে আসছে না হাদিসুরের মরদেহ
ইউক্রেনের বন্দরে রাশিয়ার মিসাইল হামলায় নিহত ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের নাবিক হাদিসুর রহমানের মরদেহ রোববার (১৩ মার্চ) বাংলাদেশে আসছে না। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
রোববার (১৩ মার্চ) দুপুর ২টায় তার্কি এয়ারলাইনসের একটি কার্গো ফ্লাইটে হাদিসুরের মরদেহ ঢাকায় পৌছানোর কথা ছিল। তার মরদেহ তুরস্কে ট্রানজিট হয়ে আসার কথা ছিল। তবে তুরস্কে তুষারপাতের কারণে সে ফ্লাইট বাতিল হয়। এখন তার মরদেহ প্যাসেঞ্জার ফ্লাইটে আনার চেষ্টা চলছে।
এর আগে, বিমানবন্দর সূত্র জানিয়েছে, হাদিসুরের মরদেহ নিয়ে তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইটটি রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে শনিবার রাতে রওনা হবে। এরপর এটি তুরস্কের ইস্তাম্বুল হয়ে ঢাকা আসবে।
উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর অলভিয়া বন্দরে আটকে পড়ে বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধি। সেখানে গত ২ মার্চ জাহাজটি হামলার শিকার হয়। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাদিসুর রহমান প্রাণ হারান।