রোহিঙ্গাদের অতি দ্রুত প্রত্যাবাসনে নেয়ার আহবান- জাপান পররাষ্ট্রমন্ত্রী

১০৫

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অতি দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থার নেয়ার আহবান জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ‘তারা কোনো’।

সকালে কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের জন্য রোহিঙ্গারা একটি বড় সমস্যা। এ সমস্যা সমাধানে বাংলাদেশের প্রতি বিশ্ব নেতৃবৃন্দের সহযোগিতাপূর্ণ মনোভাব প্রদর্শনেরও আহবান জানান কারা কোনো। এ সময় শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like