রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া স্থগিত
সাক্ষাৎকার নেয়া ২৯৫ জন রোহিঙ্গা শরণার্থীর মধ্যে কেউ প্রত্যাবাসনে রাজি না হওয়ায় পূর্বনিধারিত প্রত্যাবাসন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।
দুপুরে টেকনাফের শালবন শরনার্থী ক্যাম্পের ২৬ নম্বর ইউনিটে এক প্রেস ব্রিফিং এ শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সবসময় প্রস্তুত। তাই প্রত্যাবাসন যে কোনো সময়, যেকোনো দিন হতে পারে। এসময় আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের রোহিঙ্গা সেলের প্রধান ও যুগ্ম সচিব রেজোয়ান আহমদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আফসারসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি