রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নারী নিহত
বান্দরবানের রোয়াংছড়িতে সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শান্তি লতা তঞ্চঙ্গ্যা (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে নিহতের শিশু সন্তান কোয়েল তঞ্চঙ্গ্যা (৪)।
শনিবার (১১ জুলাই) সকালে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ কবির বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার (১০ জুলাই) রাতে উপজেলার অংগ্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অংগ্যাপাড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) মূল দলের সন্ত্রাসীরা অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সেখানে অভিযান চালায় সেনাবাহিনীর তিনটি টহল দল। সে সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাহাড়ের পশ্চিম দিক থেকে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
পরে সেখানে সশস্ত্র সন্ত্রাসীদের ধরতে রাতেও অভিযান পরিচালনা করলে ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহতাবস্থায় ওই নারী ও তার শিশু সন্তানকে উদ্ধার করা হয়। পরে তাদের সেনা অ্যাম্বুলেন্সে করে রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে ওই নারীর মৃত্যু হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি