রয়টার্সের দুই সাংবাদিকের ৭ বছরের কারাদন্ড

২৬৭

মিয়ানমারে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লংঘনের অভিযোগে রয়টার্সের দুই সাংবাদিককে সোমবার সাত বছরের কারাদন্ড দেয়া হয়েছে।দেশটির এক বিচারক একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বব্যাপী ব্যাপক নিন্দার ঝড় ওঠে। একে গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

বিচারক ইয়ে লুইন আদালতে বলেন, ‘তারা রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লংঘন করেছেন। তাই তাদের প্রত্যেককে সাত বছরের কারাদ- দেয়া হল।’

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like