র‌্যাবের অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

৮৫

মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ৩শ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে সিরাজগঞ্জ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা।

আটককৃতরা হলেন, কুড়িগ্রামের সরদার পাড়া গ্রামের আজাদ হোসেনের ছেলে আপেল সরকার (৩২), দিনাজপুরের পুর্ব গৌড়িপাড়া গ্রামের মোস্তাহারুল হাসান ওরফে রিপন (৪৩) ও শালঘরিয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ (৩৭)।

সোমবার (১৫ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে অস্থায়ী চেক পোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ৩শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারীকে আটক করা হয়।

এসময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল এবং ৭টি সীম জব্দ করা হয়। এঘটনায় সংশ্লিষ্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে আজ সকালে থানায় হস্তান্তর করা হয়েছে।

You might also like