র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে ধর্ষণ মামলার আসামি নিহত

১০৭

চট্টগ্রামের পটিয়ায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে আরমান নামে ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছে।

ভোরে উপজেলার মেহেরআটি গ্রামে এ ঘটনা ঘটে।  র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরআটি গ্রামে অভিযান চালায় তারা। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় সন্ত্রাসীরা। পরে র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে আরমানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গত ১৯ জুলাই জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে আরমান। ঘটনার পর থেকে পলাতক ছিল সে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like