লক্ষীপুরে অস্ত্র ও গুলিসহ শাহ আলম নামে এক যুবককে গ্রেফতার
লক্ষীপুরে অস্ত্র ও গুলিসহ শাহ আলম নামে এক যুবককে গ্রেফতার করেছে পোদ্দার বাজার পুলিশ ফাঁড়ি।
ভোরে, তাকে গ্রেফতারের পর দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর এলাকায় আগ্নেয়াস্ত্রসহ কতিপয় যুবক অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় ১টি বিদেশি রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ শাহ আলমকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি