লক্ষীপুরে এবার একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল

১০৩

লক্ষীপুরে এবার একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল।

শুক্রবার দিবাগত রাতে টুমচর ইউনিয়নের ডিঙ্গা মানিক গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীরা জানান, ডাকাত দল ঘরের সিঁদ কেটে ঘুমন্ত অবস্থায় পরিবারের সবাইকে বেঁধে ফেলার চেষ্টা করে। এসময় বাড়ির মালিক চিৎকার করলে এলোপাতাড়ি কুপিয়ে তাদের জখম করে ডাকাতরা। পুলিশ জানায়, জড়িতদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like