লক্ষ্মীপুরে ট্রলির ধাক্কায় নারী শ্রমিক নিহত

৩৬৩

লক্ষ্মীপুরের রায়পুরে ট্রলির ধাক্কায় সুফিয়া আক্তার নামে এক নারী শ্রমিক নিহত হয়েছে। সকালে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের রাখালিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ সময় স্থানীয়রা ঘাতক চালক মুরাদকে আটক করে, সড়ক অবরোধ করে রাখে। পুলিশ জানায়, কর্মস্থলে যাওয়ার পথে রাখালিয়া এলাকায় বালুবাহী একটি ট্রলি সুফিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই আবু বকর নামে একজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে উদ্ধার কাজ চালায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like