লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ ১৫ জন আহত
লক্ষ্মীপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ ১৫ জন আহত হয়েছে।
আজ (বুধবার) সকালে সদর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুর থেকে নোয়াখালীর চৌমুহনী যাওয়ার পথে একটি বাস চন্দ্রগঞ্জের আন্ডারঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে নারী-পুরুষসহ ১০ জন আহত হয়। এছাড়াও পৌর শহরের ঝুমুর এলাকায় ট্রাকের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী আহত হয়। এদিকে, সদর উপজেলার দালাল বাজার এলাকায় মাইলের মাথায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি