লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট আহত ইকবালকে ৫ লাখ টাকা দেয়ার নির্দেশ
লক্ষ্মীপুরের রামগতিতে বিদ্যুৎস্পৃষ্ট আহত ৫ম শ্রেণির ছাত্র তামীম ইকবালের চিকিৎসার জন্য তাৎক্ষণিক পাঁচ লাখ টাকা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তার পরিবারকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না রুলে তাও তা জানতে চেয়েছেন আদালত।
সোমবার (০৬ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জ্বালানি সচিব, পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ম্যানেজার, রামগতি জোনের ম্যানেজারসহ ৫ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর লক্ষ্মীপুরের রামগতিতে পল্লীবিদ্যুতের অবহেলায় পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তামিম গুরুতর আহত হয়। দুই মাস ধরে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে সে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় শিশু তামিমের বাম হাত পুরোপুরি কেটে ফেলা হয়েছে। কেটে ফেলতে হবে ডান পায়ের দুটি আঙুলও। এছাড়া ঝলসে যাওয়া শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। মাথার আঘাতও বেশ গুরুতর।