লক্ষ্মীপুরে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগে ছোট ভাই আটক

৩২৫

লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই হান্নানকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে তার ছোট ভাই মো. মান্নান বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত মান্নানকে আটক করে থানায় নিয়ে আসে। বুধবার (২০ ফেব্রুয়ারি) ভোর রাতে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের আঠিয়া বাজার এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। মান্নান ও নিহত হান্নান ওই এলাকার আবুল কালামের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ বিবাদ চলে আসছে স্থানীয় আবুল কালামের ছেলে মান্নান ও হান্নানের পরিবারে। মঙ্গলবার সন্ধ্যায় দুই ভাইয়ের বাক বিতন্ডা হয়।

পরে গভীর রাতে হান্নানকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে তার ছোট ভাই মান্নান। ঘটনাস্থালেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।

লক্ষ্মীপুর সদর থানার এএসআই রানা দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বড় ভাইকে খুনের অভিযোগে তার ছোট ভাইকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like