লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযানে তিন ছাত্রসহ ৭ মাদকসেবি আটক

১০১

লক্ষ্মীপুরে র‌্যাবের বিশেষ অভিযান চালিয়ে ৩ শিক্ষার্থীসহ ৭ মাদক সেবিকে আটক করা হয়েছে। সোমবার রাতে শহরের উত্তর তেমুহনী এলাকায় মদের পাট্টা থেকে তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মুচলেকা দিয়ে অপ্রাপ্ত বয়স হওয়ায় তিন শিক্ষার্থী ও এক হিন্দু মালিকে পরিবারের নিকট তুলে দেয়া হয়েছে।

বাকী একজনের ১০ দিন ও অপর দুজনের ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট খবীরুল আহসান। এসময় উপস্থিত ছিলেন র‌্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা।

এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like