লক্ষ্মীপুরে হত্যায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশা চালক মমিন উল্যা হত্যা মামলার ঘটনা দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এসময় তাদের ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছর করে সশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।

এদিকে একই আদালত অন্য একটি মাদক মামলায় এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।

লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন দুইটি রায় ঘোষণার বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, রায়ের সময় হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামি মোহন আদালতে উপস্থিত ছিল না, তিনি পলাতক।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২৭ জুলাই রাতে রামগঞ্জ থেকে অটোরিকশা ভাড়া নিয়ে সদর উপজেলার হামছাদী ইউনিয়নের বিজয়নগর গ্রামে এসে আসামিরা চালক মমিনকে হত্যা করে। একপর্যায়ে তারা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়৷ পরে সড়কের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরদিন নিহতের বাবা রামগঞ্জ উপজেলার আজিমপুর গ্রামের সুলতান আহমেদ বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকালীন পুলিশ লক্ষ্মীপুর পৌর শহরের রেহান উদ্দিন ভূঁইয়া সড়ক থেকে অটোরিকশাটি উদ্ধার করে। তদন্ত শেষে ২০১৪ সালের ১৩ জানুয়ারি মোহন ও তারেকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালত দীর্ঘ শুনানি শেষে ১২ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আসামিদের যাবজ্জীবন সাজা ও জরিমানা করেন।

যাবজ্জীবনের আসামি মোহন সদর উপজেলার বিরাহিমপুর গ্রামের মাইন উদ্দিনের ছেলে ও তারেক রশিদপুর গ্রামের মো. আবদুল্লাহর ছেলে।

You might also like