লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

১২৯

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি অধ্যুষিত অনুপমা রিয়া অডিটরিয়ামে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি সফিকুর রহমান। প্রধানবক্তা ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাক্তার রবি আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলাউদ্দীন আলাল, সিটি আওয়ামী লীগ সভাপতি মাহাতাব উদ্দিন টিপু ও ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শেখ হাবিবল্লাহ ও পবিত্র গীতা পাঠ করেন তপন দেবনাথ।

মঞ্চে উপবিষ্ট ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী যুবলীগের সভাপতি কামরুল হাসান কাজল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকার আবারও দরকার। দেশ ও দেশের বাহিরে, যেখানেই থাকবে আওয়ামীলীগের জন্য কাজ করে যাবে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like