লাখো পর্যটকের ভিড় কক্সবাজার সমুদ্র সৈকতে

১৮৪

ঈদের আনন্দকে পরিবারের সাথে ভাগাভাগি করতে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এখন লাখো পর্যটকের ভিড়। এতে হোটেল-মোটেল ছাড়াও সব ধরনের ব্যবসায় ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।


সাগরের নোনা পানির সঙ্গে মিতালী গড়েন সৈকতে ভ্রমনে আসা নারী পুরুষরা। তাদের পাশাপাশি শিশুরাও মেতে উঠে আনন্দে।

সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলী, ডায়াবেটিক ও শৈবাল পয়েন্টে উল্লাসে মেতেছেন পর্যটকরা। একইভাবে বঙ্গবন্ধু সাফারী পার্ক, হিমছড়ি-ইনানী সৈকতেও পর্যটকদের পদচারণা। সাগরে গোসলের সময় লাখো ভ্রমন পিপাসু পর্যটকদের সার্বিক নিরাপত্তার কথা জানালেন, লাইফ গার্ডের এ সদস্য।

অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি জানান  পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে জেলা পুলিশ।

আবহাওয়া কিছুটা বৈরি থাকলেও পর্যটকদের এ ঢল আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানালেন সংশ্লিষ্টরা।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like