লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় দোষীদের বিচার ও শাস্তি দাবি পররাষ্ট্রমন্ত্রীর

৯৪

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় তদন্ত করে দোষীদের বিচার ও শাস্তি দাবি করেছে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য জানান। মর্মান্তিক এ ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন ও আহতদের সুচিকিৎসার নিশ্চিত করতে দূতাবাসকে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, লিবিয়া সরকারের কাছে নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করেছে বাংলাদেশ। যারা বেঁচে গেছেন তাদের কাছ থেকে ভুক্তভোগীদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এর আগে, বৃহস্পতিবার লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মিজদাহতে ২৬ বাংলাদেশীসহ ৩০ অভিবাসীকে লিবিয়ান মিলিশিয়া বাহিনী গুলি করে হত্যা করে। এ ঘটনায় প্রাণে বেঁচে গেছেন ১১ বাংলাদেশি।

 অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি 

You might also like