লিয়াকত আলী খানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, বিপ্লবী জননেতা লিয়াকত আলী খানের হত্যকারীরা আইনের ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে এসে আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তিনি লিয়াকত আলী খানের চিহ্নিত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে পুনঃবিচার দাবি করেন।
বুধবার (০২ জুন) সকালে, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক কমিশনার লিয়াকত আলী খানের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে, মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুসহ অন্যরা।