লোহাগাড়ায় ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৫
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ট্রাক ও লেগুনার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।
গতকাল (শুক্রবার) রাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, লোহাগাড়া থেকে যাত্রীবোঝাই করে চকরিয়া যাচ্ছিল লেগুনাটি। মহাসড়কের চুনতি ফরেস্ট অফিস এলাকায় লেগুনাটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লবণবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ১৩ যাত্রী। পরে মারা যান আরো দু’জন। দুর্ঘটনার পরপরই পুলিশ লবণ বোঝাই ট্রাকটি জব্দ করে। তবে এর চালক ও সহকারী পলাতক রয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি