লোহাগাড়া মাতৃসদন হাসপাতালের নির্মাণ কাজ শুরু

১২৪

লোহাগাড়া মাতৃসদন হাসপাতালের ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। স্বাস্থ্য প্রকৌশলী অধিদফরের অধীনে হাসপাতালটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে সাড়ে ৫ কোটি টাকা।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এমএ মোহীসহ আরো অনেকে। হাসপাতালটির নির্মাণ কাজে ২০২০ সালের মধ্যে শেষ হবে। মাতৃসদনে পরিবার পরিকল্পনা, প্রজনন, কিশোরীদের স্বাস্থ্যসেবাসহ স্বল্প টাকায় নরমাল ডেলিভারির সুযোগ থাকবে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like